রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৩

Learn German 3- articles

জার্মান grammatical case বুঝার অন্যতম নির্দেশক হচ্ছে আর্টিকেল  । আপনি আর্টিকেল  না জানলে সম্পূর্নরুপে একটি লাইন ও সঠিক ভাবে লিখতে পারবেন না। আর্টিকেল সাধারণত nouns এর আগে বসে । সবচেয়ে  গুরুত্বপুর্ন বিযয় হচ্ছে আর্টিকেল এর কোন নিয়ম নেই ।তার মানে নতুন কোন nouns শেখার সময় আর্টিকেল আর প্লুরাল সহ শেখা ।

জার্মান ভাষায় এ তিনটি Gender আছে
männlich (male) /পুরুয বাচক
weiblich (female) নারী বাচক
sächlich (neuter)  ক্লীবলিঙ্গবাচক


প্রতেকটা আর্টিকেল এক একটা  Gender নির্দেশ করে :
der for male nouns
die for female nouns
das for neuter nouns

তারপর ও আমরা কিছু কিছু rules পাওয়া যায় যে গুলু সাহায্য করবে  articles মনে রাখতে
মনে রাখতে হবে nouns লেখার সময় অবশ্যই capital letter এ লিখতে হবে ।



DER - পুরুযবাচক নাউন

1. সপ্তাহের সাতদিন , মাস ও ঝতুএর নাম পুরুষবাচক নাউন । এদের আগে ডেয়ার বসবে
der Montag(ডেয়ার মোনটাগ ) -সোমবার
der Mai(ডেয়ার মাই )- মে
der Winter(ডেয়ার বিনটার ) -শীতকাল


2. একজন ব্যাক্রির বা লোকের পেশা ও জাতিয়তা পুরুষবাচক নাউন
der Arzt ((ডেয়ার অর্রজট)- পুরুষ ডাক্তার
der Student (ডেয়ার স্টুডেন্ট ) -ছাত্র
der Deutsche (ডেয়ার ডয়েচ )- (জার্মান পুরুষ


3. ট্রেন ও গাড়ির নাম পুরুষবাচক নাউন

der ICE (ডেয়ার ই সি এ ) (fastest train in Germany)
der VW (ডেয়ার বে ফাউ ) (famous German car)



4. পুরুষ বাচক লোককে নির্দেশ করতে পুরুষবাচক নাউন ব্যবহৃত হয়
der Mann (ডেয়ার মান ) (man)
der Junge (ডেয়ার ইওনগে )(boy)
der Bruder (ডেয়ার ব্রোডার ) (brother)



5. অধিকাংশ  পাহাড়  ও  লেক  পুরুষবাচক
der Mount Everest  (famous mountain in China)
der Kilimandscharo (famous mountain in Africa)

6. অধিকাংশ নাউন  যাদের শেযে -ich, -ig, -ling আছে তারা পুরুষবাচক
der Honig (ডেয়ার হনিগ ) (honey)
der Teppich (ডেয়ার টেপিস ) (carpet)



7.  অধিকাংশ নাউন  যাদের শেযে -el,-en, -er আছে তারা পুরুষবাচক
der Wagen (ডেয়ার ভাগেন ) (car)
der Löffel (ডেয়ার লুওফেল ) (spoon)
der Becher (ডেয়ার বেসার ) (mug)



DIE - নারী বাচক নাউন

1. সব নাউন যাদের  শেষে -heit, -keit, -schaft, -tät, -ung আছে তারা নারী বাচক
die Freundschaft( ডি ফ্রয়েন্ডসাফট)  (friendship)
die Freiheit (ডি ফ্রাইহাইট  (freedom)
die Wohnung (ডি ভনুওনগ) (apartment)

2. সব নাউন যাদের  শেষে -ik, -ade, -age, -enz, -ette, -ine, -ion, -ur আছে তারা নারী বাচক

die Musik ( ডি মুজিক ) ( (music)
die Waage ( ডি ভাগেন ) (scale)

3.সমস্ত অঙ্কবাচক সংখ্যা নারী বাচক
die Eins ( ডি আইন্স) (one)
die Zwei  ( ডি ছুয়াই )(two)

4. মহিলা মানুষ সাধারণত ব্যাকরণগতভাবে নারী বাচক নাউন  হয়
die Frau ( ডি ফ্রাউ )(woman)
die Dame ( ডি ডামেন ) (lady)
die Tochter ( ডি টক্টার*) (daughter)

5.অধিকাংশ ফুল ও গাছ নারী বাচক নাউন
die Rose( ডি রোজে)   (rose)
die Palme ( ডি পালেম ) (palm)

6. অধিকাংশ নাউন  যাদের শেষে  -ei, -ie, -ive, itis, isse আছে তারা নারী বাচক
die Polizei ( ডি পুলিছছাই* )  (police)
die Linie ( ডি লিনিয়ে )(line)
die Initiative ( ডি ইনিসসিয়েটিবে) (initiative)

7. অধিকাংশ নাউন  যাদের শেষে  -e আছে তারা নারী বাচক
die Ecke  ( ডি একে ) (corner)
die Grenze  ( ডি গ্রেনজে ) (border)
die Decke   ( ডি ডেকে ) (ceiling)



DAS -  ক্লীবলিঙ্গবাচক

1. সব নাউন যাদের  শেষে -lein, -chen আছে
das Mädchen(দাছ মেডসেন ) (girl)


2. সমস্ত hotels, cafés and theaters এর নাম
das Hilton (দাছ হিল্টন )  (Hilton)


3. সমস্ত রং
Das Blau (দাছ ব্লাও ) -Blue

৪. অনেক সিটি ও দেশের নাম
das Deutschland  (দাছ ডয়েচল্যান্ড ) (German)


৫. অধিকাংশ নাউন -tum, -ment, -um, -ium, -nis আছে তারা নারী বাচক
das Museum ( দাছ মুজিয়াম )(museum)
das Datum(দাছ ডাটুম ) (date)

7. "Ge" দিয়ে শুরু হওয়া ও "e" দিয়ে শেষ হওয়া  অধিকাংশ নাউন
das Gebäude ( দাছ গেভয়টে ) (building)

সারসংক্ষেপ


আর্টিকেল নিয়ে ইউটিউব ভিডিও http://www.youtube.com/watch?v=uRF9c-X6HrU
source: deutschseit.de; germanlanguageguide.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন