শুক্রবার, ৩০ মে, ২০১৪

"এক লাইনের জার্মান"-২

গত কাল আমরা নিজের নাম কি করে বলতে হয় তা শিখেছি। আজকে আমরা শিখব কারো নাম জানতে হলে কি বলতে হয়। মনে রাখতে হবে বাংলার ভাষায় আমরা যেমন আপনি আর তুমি ব্যবহার করি জার্মান ভাষায়ও তেমন আপনি বলার সময় Sie আর তুমি/তুই বলার সময় Du ব্যবহার করা হয়।
তাহলে আমাদের আজকের
"এক লাইনের জার্মান"-২ হচ্ছে
Wie heißen Sie ? (ভি হাইছেন জি ? )
আপনার নাম কি ?
কাছের বন্ধু বা আত্মীয়স্বজন বা নিকট পরিচিত জন যাদেরকে তুমি বা তুই বলা যায় তাদের নাম জানতে চাইলে বলতে হবে
wie heißt du ? (ভি হাইছ দু ?)
তোমার নাম কি ?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন