আজকের "এক লাইনের জার্মান "- রিভিও-১ আয়োজনে সবাইকে স্বাগতম
আমার এ পর্যন্ত ৮ টি লাইন শিখেছি। নিচে সেই ৮ টি লাইন একসাথে দেওয়া হল। আগামী কাল এই ৮ টি লাইন থেকে একটি কুইজ নেয়া হবে। তাই আপনাদের প্রস্তুতির জন্য একসাথে সব কয়টা লাইন দেয়া হল।
আমার এ পর্যন্ত ৮ টি লাইন শিখেছি। নিচে সেই ৮ টি লাইন একসাথে দেওয়া হল। আগামী কাল এই ৮ টি লাইন থেকে একটি কুইজ নেয়া হবে। তাই আপনাদের প্রস্তুতির জন্য একসাথে সব কয়টা লাইন দেয়া হল।
এখানেই শেষ নয়- ধরুন আপনি নতুন কারো সাথে পরিচিত হতে চাচ্ছেন। এখন নিজের সম্পর্কে কি করে বলবেন ? আমাদের এক লাইনের জার্মান এর ১,৩,৫,৭,৮ এই কয়টা লাইন এক সাথে করে দেখুন কি হয় ? আপনার নাম, আপনি কোথায় থাকেন, কি করেন, আপনার মাতৃভাষা ও আরও কোন কোন ভাষায় কথা বলতে পারেন খুব সহজেই অন্যকে বলতে পারবেন এই কয়টা লাইন আপনার জানা থাকলে। আর যদি এই জিনিসগুলো অন্যের কাছ থেকে জানতে চান তা হলে ২,৪,৬ নাম্বার লাইনগুলো জানা থাকলেই যে কাউকে প্রশ্ন করতে পারবেন। আপাতত এই কটা লাইন শিখে নিন। প্রাথমিক ভাবে যে কারো সাথে জার্মান ভাষায় পরিচিত হওয়া সহ, তাকে প্রশ্ন করে তার সম্পর্কেও জানতে পারবেন। আর আগামীকালের কুইজ এর জন্য প্রস্তুতি ও নিয়ে নিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন