অফ দ্যা বিটেন ট্রাক ট্রাভেল করতে চান? চলে যান অষ্ট্গ্রাম। একটানা সাড়ে ৩ ঘন্টা জলপথ পাড়ি দেয়ে দেখে আসতে পারেন জলবেষ্টিত এ জনপদটি। চারদিকে হাওড় বেষ্টিত যোগাযোগ বিচ্ছিন্ন উপজেলা অষ্টগ্রামে রয়েছে ৪০০ বছরের পুরুনো কুতুবশাহ মসজিদ। গেলে অবশ্যই দেখে আসবেন সেটা। কিংবা শুধু এ মসজদি দেখতেই যাওয়া যায় অষ্ট্গ্রাম এ।
যেভাবে যাবেন : সবচে ভালো হলো ট্রেনে যাওয়া। প্রতিদিন সকাল ৮.১০ এ এগারসিন্দুর প্রভাতি (বুধবার বন্ধ) ছাড়ে কিশোরগন্জের উদ্দ্যেশ্যে। এতে উঠে কুলিয়ারচর নেমে পরুন। ভাড়া ১১০ টাকা। কুলিয়ারচর নেমে। একটা রিক্সা নিয়ে চলে যান লঞ্চঘাট। এখান থেকে প্রতিদিন সকাল ৬ টা, ৮ টা, ৯ টা, ১১ টা এমনি করে ৩ টা পর্যন্ত লঞ্চ ছেড়ে যায় অষ্টগ্রাম। ভাড়া ৯০ টাকা। সময় লাগবে সাড়ে ৩ ঘন্টা।
গ্রুপ ট্যুরে গেলে আগে থেকে জানালে ট্রলার নিয়ে হাজির হবে। আমি নাম্বার দিয়ে দিলাম দুজনের :
মাতু মিয়া : ০১৯-৩৭৯২৯৯১৪ সোহেল : ০১৯-৮৫৬৮৬০৬৬
যাওয়া আসা একসাথে ঠিক করে নেবেন। ভাড়া নেবে সাড়ে ৩ থেকে ৪ হাজার।
কোথায় থাকবেন : একটাই জয়গা। জেলা পরিষদ ডাক বাংলো। কেয়ারটেকার রন্জন ভাইয়ের সাথে আগে যোগাযোগ করে বুকিং দিয়ে রাখবেন। রান্নার ব্যবস্থাও উনি করবেন। ওনার ফোন নম্বর : ০১৭১-০২৯১২২৫
আসার সময় বাজিতপুর হয়ে আসতে পারেন। বিআরটিসির এসি বাস পাবেন সারাদিন। ভাড়া ১৮০ টাকা
যেভাবে যাবেন : সবচে ভালো হলো ট্রেনে যাওয়া। প্রতিদিন সকাল ৮.১০ এ এগারসিন্দুর প্রভাতি (বুধবার বন্ধ) ছাড়ে কিশোরগন্জের উদ্দ্যেশ্যে। এতে উঠে কুলিয়ারচর নেমে পরুন। ভাড়া ১১০ টাকা। কুলিয়ারচর নেমে। একটা রিক্সা নিয়ে চলে যান লঞ্চঘাট। এখান থেকে প্রতিদিন সকাল ৬ টা, ৮ টা, ৯ টা, ১১ টা এমনি করে ৩ টা পর্যন্ত লঞ্চ ছেড়ে যায় অষ্টগ্রাম। ভাড়া ৯০ টাকা। সময় লাগবে সাড়ে ৩ ঘন্টা।
গ্রুপ ট্যুরে গেলে আগে থেকে জানালে ট্রলার নিয়ে হাজির হবে। আমি নাম্বার দিয়ে দিলাম দুজনের :
মাতু মিয়া : ০১৯-৩৭৯২৯৯১৪ সোহেল : ০১৯-৮৫৬৮৬০৬৬
যাওয়া আসা একসাথে ঠিক করে নেবেন। ভাড়া নেবে সাড়ে ৩ থেকে ৪ হাজার।
কোথায় থাকবেন : একটাই জয়গা। জেলা পরিষদ ডাক বাংলো। কেয়ারটেকার রন্জন ভাইয়ের সাথে আগে যোগাযোগ করে বুকিং দিয়ে রাখবেন। রান্নার ব্যবস্থাও উনি করবেন। ওনার ফোন নম্বর : ০১৭১-০২৯১২২৫
আসার সময় বাজিতপুর হয়ে আসতে পারেন। বিআরটিসির এসি বাস পাবেন সারাদিন। ভাড়া ১৮০ টাকা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন