https://www.facebook.com/DeseBeraoDeseraManus
বালিয়াটি জমিদার বাড়ি, মানিকগঞ্জ : বালিয়াটি জমিদার বাড়ি মানিকগঞ্জ জেলা সদর থেকে আনুমানিক আট কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা জেলা সদর থেকে পয়ত্রিশ কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত। মোট সাতটি স্থাপনা নিয়ে এই জমিদার বাড়িটি অবস্থিত।
বালিয়াটি জমিদার বাড়ি নামে পরিচিত এই প্রাসাদ চত্বরটি প্রায় ৫.৮৮ একর জমির উপর ছড়িয়ে থাকা ৭টি দক্ষিণমুখী দালানের সমাবেশ।এই দালানগুলো খ্রিষ্টীয় মধ্য ঊনবিংশ শতক থেকে বিংশ শতকের প্রথমভাগের বিভিন্ন সময়ে একটি স্থানীয় ধনী পরিবারের কয়েকজন সদস্যের দ্বারা নির্মিত হয়েছিল।এই পরিবারের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন গোবিন্দ রাম সাহা।তিনি মূলত খ্রিষ্টীয় আঠারো শতকের শেষ দিকে একজন বর্ধিষ্ণু লবন ব্যবসায়ী ছিলেন।সামনের চারটি প্রসাদ ব্যবহারিত হত ব্যবসায়িক কাজে।এই প্রসাদের পেছনের প্রাসাদকে বলা হয় অন্দর মহল সেখানে বসবাস করত তারা।
কিভাবে যাবেন : ঢাকার গাবতলী থেকে মানিকগঞ্জ বা সরাসরি সাটুরিয়া যাওয়ার বাস পাওয়া যাবে।জনতি ভাড়া পড়বে ৭০ টাকা।সাটুরিয়া পৌঁছে সেখান থেকে রিকশা বা লোকাল সিএনজিতে করে জমিদার বাড়ি যাওয়া যাবে।জনপ্রতি ভাড়া ১০টাকা।
নিজে গাড়ি নিয়ে গেলে কালামপুর বাজার থেকে ডানে মোড় নিতে হবে।কয়েক কি:মি: যাবার পর লোকজনের কাছে জানতে চাইলে দেখিয়ে দেবে।
নোট : বালিয়াটি জমিদার বাড়ি রোববার পূর্ণদিবস আর সোমবার অর্ধদিবস বন্ধ থাকে।অন্যান্য সরকারি ছুটির দিনগুলোতেও বন্ধ থাকে।প্রবেশ টিকেটের মূল্য জনপ্রতি ১০টাকা।
তথ্য : নেট থেকে সংগৃহীত
বালিয়াটি জমিদার বাড়ি, মানিকগঞ্জ : বালিয়াটি জমিদার বাড়ি মানিকগঞ্জ জেলা সদর থেকে আনুমানিক আট কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা জেলা সদর থেকে পয়ত্রিশ কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত। মোট সাতটি স্থাপনা নিয়ে এই জমিদার বাড়িটি অবস্থিত।
বালিয়াটি জমিদার বাড়ি নামে পরিচিত এই প্রাসাদ চত্বরটি প্রায় ৫.৮৮ একর জমির উপর ছড়িয়ে থাকা ৭টি দক্ষিণমুখী দালানের সমাবেশ।এই দালানগুলো খ্রিষ্টীয় মধ্য ঊনবিংশ শতক থেকে বিংশ শতকের প্রথমভাগের বিভিন্ন সময়ে একটি স্থানীয় ধনী পরিবারের কয়েকজন সদস্যের দ্বারা নির্মিত হয়েছিল।এই পরিবারের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন গোবিন্দ রাম সাহা।তিনি মূলত খ্রিষ্টীয় আঠারো শতকের শেষ দিকে একজন বর্ধিষ্ণু লবন ব্যবসায়ী ছিলেন।সামনের চারটি প্রসাদ ব্যবহারিত হত ব্যবসায়িক কাজে।এই প্রসাদের পেছনের প্রাসাদকে বলা হয় অন্দর মহল সেখানে বসবাস করত তারা।
কিভাবে যাবেন : ঢাকার গাবতলী থেকে মানিকগঞ্জ বা সরাসরি সাটুরিয়া যাওয়ার বাস পাওয়া যাবে।জনতি ভাড়া পড়বে ৭০ টাকা।সাটুরিয়া পৌঁছে সেখান থেকে রিকশা বা লোকাল সিএনজিতে করে জমিদার বাড়ি যাওয়া যাবে।জনপ্রতি ভাড়া ১০টাকা।
নিজে গাড়ি নিয়ে গেলে কালামপুর বাজার থেকে ডানে মোড় নিতে হবে।কয়েক কি:মি: যাবার পর লোকজনের কাছে জানতে চাইলে দেখিয়ে দেবে।
নোট : বালিয়াটি জমিদার বাড়ি রোববার পূর্ণদিবস আর সোমবার অর্ধদিবস বন্ধ থাকে।অন্যান্য সরকারি ছুটির দিনগুলোতেও বন্ধ থাকে।প্রবেশ টিকেটের মূল্য জনপ্রতি ১০টাকা।
তথ্য : নেট থেকে সংগৃহীত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন