বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৩

কেনাকাটা



সুপার শপ 
যুগের সাথে তাল মিলিয়ে ঢাকা মহানগরীতে অনেক আগেই এসেছে সুপার শপ। মাসের বাজার করতে এখন আর কাউকে গলদঘর্ম হতে হয় না কাঁচাবাজারে গিয়ে। শীতাতাপ নিয়ন্ত্রিত সুপার শপে পছন্দনীয় পণ্য নিজের ইচ্ছে মতো ভাল মন্দ বিচার করে কেনার ব্যবস্থা রয়েছে। শুধু কাঁচাবাজারই নয় নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যই পাওয়া যায় এক ছাদের নিচে। প্রথাগত বাজারের তুলনায় শতকরা ১ থেকে ২ টাকা বেশী 
... আরও
নামসংক্ষিপ্ত বিবরন
নান্দনিক বাজারমাছ, মাংস, সবজি ও গ্রোসারি পণ্য পাওয়া যায়
মীনা বাজারসকল শাখার ঠিকানা, যোগাযোগের নাম্বার সহ বিস্তারিত তথ্য রয়েছে
আলমাস সুপার শপসকল শাখার ঠিকানা, যোগাযোগের নাম্বার সহ বিস্তারিত তথ্য রয়েছে
নন্দন মেগা শপসকল শাখার ঠিকানা, যোগাযোগের নাম্বার সহ বিস্তারিত তথ্য রয়েছে
আগোরা বিডি সুপার শপসকল শাখার ঠিকানা, যোগাযোগের নাম্বার সহ বিস্তারিত তথ্য রয়েছে
স্বপ্ন সুপার শপসকল শাখার ঠিকানা, যোগাযোগের নাম্বার সহ বিস্তারিত তথ্য রয়েছে
টোকিও সুপার শপএই সুপার শপটি উত্তরা ১৪ নম্বর সেক্টরে অবস্থিত
ডেইলী সুপার শপ (ডিসিসি)কাঁচা বাজার, ক্রোকারিজ, গার্মেন্টস পণ্য, ইলেকট্রনিক্স সামগ্রী পাওয়া যায়
ঢালী সুপার স্টোরএখানে দেখুন কি পাবেন এই সুপার শপে
কেরি ফ্যামিলিদেখে নিন এখানে কি পাওয়া যায় ও কোথায় আছে এটি
বেঙ্গল মিট বুচার শপদেখুন কোথায় আছে ও কি আছে এতে
দেশী সুপার শপ, রামপুরাকোতোয়ালী, বাবু বাজার
কিংশুক সমবায় বাজার, মহাখালীএটি আগে বিডিআর শপ নামে পরিচিত ছিলো
ল্যাভেন্ডার সুপার শপগুলশান ২ নাম্বারে অবস্থিত ফয়সাল টাওয়ারে এই সুপার শপটি অবস্থিত
ফ্যামিলি নীডস সুপার শপ, উত্তরাউত্তরা, সেক্টর ৩
পিক এন্ড পে সুপার মার্কেটগুলশান, কামাল আতাতুর্ক এভিনিউ
কনজিউমার মেগা শপ লিমিটেডপল্লবী, সেকশন ১২
প্রিন্স বাজার, মিরপুর ১মিরপুর, সেকশন ০১

নান্দনিক বাজার

‘টাটকা পণ্য প্রতিদিন’ এই প্রত্যয় নিয়ে ২০১২ সালের নভেম্বরে যাত্রা শুরু করে নান্দনিক বাজার। এক শাখা বিশিষ্ট এই সুপার শপটিতে নিত্য প্রয়োজনীয় সকল প্রকার দ্রব্য সামগ্রী পাওয়া যায়। আধুনিক সুপার শপের সকল সুবিধাই এখানে রয়েছে।

ঠিকানা ও যোগাযোগ:
মুসাফির টাওয়ার, ৯০ কাকরাইল, ঢাকা।
ফোন: ৮৩০০০৭১,
হটলাইন: ০১৭৭৪৯১০৬৭১-৫
ইমেইল: nandonikbazar@gmail.com

যে সমস্ত পণ্য পাওয়া যায়:
মাছ:
  • রুই মাছ
  • কাতলা মাছ
  • তেলপিয়া মাছ
  • চিংড়ি
  • পাঙ্গাস মাছ
  • স্বরপুটি মাছ

মাংশ:
  • চিকেন ব্রেষ্ট (প্রতি কেজি)
  • গরুর মাংস( প্রতি কেজি)

কাঁচা সবজি:
  • সারা বছর যে সকল সবজি পাওয়া যায় সেসকল সবজি সহ বিভিন্ন সিজনাল সবজি এখানে পাওয়া যায়।

গ্রোসারি:
  • সানরিকো সান ফ্লাওয়ার অয়েল
  • রেড ঈগল কুকিং অয়েল
  • ভেগা ইউ এইচটি মিল্ক
  • সাইনপ্রিনা জুস
  • ডুক্স ফ্রাম্কস

বিল পরিশোধ পদ্ধতি:
ক্যাশের পাশাপাশি ভিসা, মাস্টার ও আমেরিকান এক্সপ্রেস কার্ডের মাধ্যমে বিল পরিশোধের ব্যবস্থা রয়েছে।

পণ্য পরিবর্তনের ব্যবস্থা:
পণ্যের ত্রুটি বা অন্য যে কোনো কারণে পণ্য পরিবর্তনের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ একটি পণ্য পরিবর্তন করে আর একটি পণ্য নেওয়া যায়। তবে সে ক্ষেত্রে অবশ্যই তিন দিনের মধ্যে মানি রিসিট নিয়ে যেতে  হয়।

মেম্বারশিপ ব্যবস্থা:
নান্দনিক বাজারে গ্রাহকদের জন্য ফ্রিতে মেম্বার হওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে মেম্বার হওয়ার পর মাসে ৩০০০ টাকার বাজার করলে ৩% কমিশন পাওয়া যায়।

পণ্য প্রক্রিয়াকরণ:
এই সুপার শপটিতে মাছ-মাংস কেটে দেওয়ার ব্যবস্থা রয়েছে। এর জন্য অতিরিক্ত কোনো চার্জ পরিশোধ করতে হয় না।

ট্রলি ব্যবস্থা:
এখানে ক্রয় ক্রিত পন্য পরিবহনের জন্য ছোট বড় ও মাঝারি ধরণের ট্রলি ও ঝুড়ির ব্যবস্থা আছে। চাকাযুক্ত বড় ট্রলিগুলোতে ১৫ কেজি পরিমাণ পণ্য বহন করা যায়। আর হ্যান্ড ঝুড়িগুলোতে ৫ কেজি পরিমাণ পণ্য বহন করা যায়।  

ট্রলি  ঝুড়ির সংখ্যা:
----
ছোট
বড়
মাঝারি
ট্রলি
৩টি
২০টি
৩০টি
ঝুড়ি
৪৫টি

ব্যাগ জমা রাখার ব্যবস্থা:
নান্দনিক বাজারে কোন ধরণের ব্যাগ নিয়ে প্রবেশ করা যায় না। এ ক্ষেত্রে এদের নিজেস্ব তত্ববধানে ব্যাগ জমা রাখার ব্যবস্থা আছে। ব্যাগ জমারাখার পর সম্পূর্ণ  দায়িত্ব নান্দনিক বাজারের।

খোলা-বন্ধের সময়সূচী:
এই সুপার শপটি সপ্তাহের ৭ দিন সকাল ৮.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত খোলা থাকে

বিবিধ:
  • এই সুপার শপটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং বাইরের ধুলাবালি ও কোলাহল মুক্ত।
  • এখানে হোম ডেলিভারী সার্ভিসের ব্যবস্থা নেই।

আপডেটের তারিখ - ২৭ এপ্রিল ২০১৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন